দেখা আর নাই বা হলো;
থাক না পড়ে বুকের ভেতর
একটুখানি স্মৃতির পুকুর
টলটলে জল শান্ত করুক
পুড়তে থাকা তপ্ত দুপুর
দখিন বাতাস যাক বাজিয়ে
ঝরা পাতার দস্যি নূপুর
বৃষ্টি ঝরুক বুকের ভেতর
টাপুর টুপুর, টাপুর টুপুর।