আজ বসন্ত-
'রাঙা নেশা মেঘে মেশা' গগনের নভোনীলে ফাগুনের রক্তরাগ।
ওই রাঙা চাঁপার খোঁপায় অবারিত বসন্তের কবরীবন্ধ।
মায়াবী নয়নের নেশায় মিশেছে অশোকের রঙিন তৃষ্ণা।
ফাগুন জ্বালায় আগুন-দগ্ধ মনেও উদ্বেলিত বসন্তের ফল্গুধারা।
রঙিন কল্পনার রঙ্গোলিতে বেহিসাবি বাসনার রংমিলান্তি।
মনের কুলঙ্গিতে আজও জ্বলে ভালোবাসার অনির্বাপিত দীপ।
রঙ বাহারি হৃদয়ের রংমহলায় করি তারে বরণ।তার ওই ফাগমাখা কপোলে বেসামাল রঙের চুম্বন। আমি সেই রঙের ঢঙে ,সঙ সাজতে চাই।
তার ওই কাজল-কালো নয়ন যেন নেশাময়ী রূপসী। আমি সেই রূপসাগরে দিবারাত্রি করি অবগাহন অরূপরতনের আশায় ।
আজ বসন্ত;
রঙের হিল্লোলে ফাগুন লেগেছে মনে;
আমার আপনহারা প্রাণ, বাঁধনছেঁড়া প্রেমে মশগুল। জীবনের পিচকারিতে ভরেছি রঙিন প্রেমের জলরঙ, তারে ভালোবাসায় ভাসাবো বলে।
মনের বৃন্দাবনে তার ছোঁয়ায় সোহাগী কৃষ্ণচূড়ার হুল্লোড়।
মন-পলাশ রঙিন হয়ে কুড়োতে চায় সেই ফাগরাঙা সোহাগ।
এই ফাল্গুনী পূর্ণিমায় এক মন ফাগুন দিলাম তারে ।
আজ যে বসন্ত।
হৃদয়ের ফুলে ছাওয়া বীথি আবীরে আবীরে বর্ণিল। রাগানুরাগের দোলমঞ্চে ভালোবাসার 'পুজা আজও হয়নি সমাপন'।
হৃদয় সংকল্প করে প্রেমাঞ্জলি দিয়ে চলেছি তার নামেই।
পথ চাওয়ার অভিসারে, নিবিড় নীড়ে গচ্ছিত রাখি হাজার স্বপ্নের রঙিন বেলুন।
কুহু কুহু বেহাগী সুরে সোহাগী মন-কোকিল শুধু গেয়ে যায়-
'আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত'।