বেদনার দ্বীপে বিরহের পর্ণকুটিরে আমি,
একাকীত্বের ভাটিয়ালী গাই অকূল তিমিরে।
ভালোবাসার শূন্য  টুকনিটা পড়ে আছে ধূলিতে বহুদিন।
একটু আলোর জন্য,
একটু ভালোবাসায় বাঁচার জন্য,
প্রেমের পঞ্চপ্রদীপটা জ্বালাতে জ্বালাতে হয়েছি পরিশ্রান্ত।
শুধুই কালি মেখেছি দুহাত ভরে ,
আলো নেই, ভালোবাসা নেই।
যে চলে যাওয়ার চলে যায় , কোনো না কোনো অছিলায়।
মিছে আশার জলাল্পনা আঁকি কল্পনার অতল ভাবসাগরে ডুব দিয়ে।
নিরালায় বিরহানলে জ্বলে পুড়ে মরি।
বিধাতার অভিশাপ!
অঙ্কুরিত স্বপ্নের মুকুল ঝরে গেছে সেই কবেই ,অবিশ্বাসের ঠুনকো ঝড়ে।
আমি সেই ঝরা মুকুলের অঙ্গার মাখি ;
একটু একটু করে বিরহের বিষপান করে, তিলে তিলে হয়েছি নীলকন্ঠ।
হৃদয় নিকড়ে উজাড় করে দিয়েছি ভালোবাসা তোকে,
জানি না আর কেমন করে ভালোবাসা যায়,
জানি না আর কেমন করে সুখে, ভরসায় রাখা যায়....।
জানি তোর নেই দোষ, স্বাভাবিক রোষ
তোর ছিল পিছুটান, প্রতিশ্রুতির বাঁধন।
উপরন্তু দোসর অশুভ কেতুর অনভিপ্রেত বিষ ইন্ধন।
কালের উজানে দুটি জীবন দুটি দিকে গেছে বেঁকে।
আজ তোর জীবন-তরী হয়তো ভিড়েছে ভিন দ্বীপে ,হয়তো সাত জনমের মতো।
হয়তো পরম তৃপ্তি সুখে ভালো আছিস, শান্তির ওমে ভিন ঠিকানায়।
তবুও-
তবুও অপেক্ষায় আমি,
উপেক্ষিত ভালোবাসার অপেক্ষায় প্রহর গুনি, দৈববাণী শুনি-
' ধৈর্য ধরো..'
আর কত,আর কত সইবো হে ঈশ্বর! তুমি কি কেবলই ছবি, পাষাণ!
ভালোবাসার অগ্নিপরীক্ষার অন্তিম ধাপ!
উত্তরণের ঝকঝকে মেডেল নাকি ব্যর্থ প্রেমের চুনকালি !
নিয়তির হাতেই চূড়ান্ত রায়,
আমি অপেক্ষায়.....।