'দাসত্বের দেশ'
ইফরান হাসান
শক্তির অপচয়, মস্তিষ্কের অপব্যয়,
দীক্ষায়,শিক্ষায়, জীবনটা ভিক্ষায়,
চাকুরীর নামে আজ দাসত্বের ন্যায়,
জিবনটা বারোটা, সমাজে হ্যায়!
খাতা শেষ,কলম শেষ,লেখাটা বাকি আজ,
ছোট-বড়ো ব্যবধানে দেশটার কপাল ভাজ,
নোংরা মনে চলে তৈলের ভক্তি,
ঠাঁই নাই,পাইও নাই,হবে কি মুক্তি?
কিঞ্চিৎ প্রাপ্তির ছলনার মোহেতে,
সুখের বীজগুলোর ফুল ফোটাতে,
ছুটা চলা তারুণ্যের হতাশায় ফিরে আসা,
মুখ থুবড়ে মাটিতে,হয়ে যায় কোনঠাসা।
ভক্তির অনল, যদি পারো ছড়াতে,
চাকরীর সমাজটায় পারবে জড়াতে!
মেধাহীন শিক্ষায়, পাড় পাবে জীবনটা,
রবে পড়ে-তৈলের সমাজটা, দাসত্বের দেশটা।
২৯০২২০