নিষ্ঠুর এই পৃথিবীতে
এমন সব ঘটনা ঘটে,
মাঝে মাঝে এসব দেখে
মেজাজটা যায় মোর চটে।
কেউ মরে,
জীবনের অনুন্নতির ফাঁসে,
কেউবা আবার তাদের দেখে
রঙের হাসি হাসে।
হাজার বছর পরে যখন
রঙিন এই পৃথিবীতে
করবে সবাই হই,
একবারও কেউ ভুলেও ভাববেনা
আমি তখন কই।
চাঁদ উঠবে, সূর্য উঠবে,
ফুটবে কত ফুল,
বৈজ্ঞানিকরা বের করবে
নতুন কত রুল।
ফিল্ম থাকবে ছবি থাকবে
থাকবে কত গান,
ঘর থাকবে বাড়ি থাকবে
থাকবে না মোর প্রাণ।
আমি যখন থাকব না
পৃথিবী থেকে সরে যাব দূরে,
তোমরা আমায় স্মরণ করো
বিশ্ব কোলাহলের ভিড়ে।