অনুক্ষণ খুঁজি আমি পরম অণু সুখ
বার বার ভেঙ্গে যায় আশা ভরা বুক।
খুঁজেছিলাম ওর চোখে দুষ্প্রাপ্য সুখ-
নিমেষেই ফিরে নিল সেও তার মুখ।
মন বলে খুঁজে দেখ সুখ আছে ওখানে
অসুখের যতরুপ চোখে পরে সেখানে।
কেউ মোর বুঝলনা আত্মার আর্তি-
বাধাহীন চিন্তায় ব্রেনটায় এলো মোর
অপূরণ ঘাটতি।
কেউ আবার চাইতে আসে ক্ষীয়মানের সুখ,
হতাশায় ফিরে গিয়ে বাড়ায় মনের দুখ।
স্বার্থান্বেষীর স্বার্থ যখন করি আমি ফাঁস,
ওদের চোখে হই আমি তেরিয়ান, ত্রাস।
সুখের পিছে করলাম আমি সারাজীবন ধাওয়া,
মৃত্যুবধি হবে কি মোর তাঁর দেখা পাওয়া?


রচনাকাল- ১লা আগস্ট, ১৯৯৮ খ্রিঃ