মনে পড়ে সেই দিনগুলি,
সেই দিনগুলি আজ কোথায়?
গরুর গাড়িতে বস্তা ভরা ধান,
হাটে যেতাম।
বাঁশের তৈরি সেই গাড়ি,
মাটির রাস্তা দিয়ে সারি সারি,
ধানক্ষেত হতে পাকা ধানের আঁটি,
গাড়ির উপর পালা করে বাড়ি আনতাম।
বাড়ি আবর্জনায় ভরে যেত,
তবুও কি যেন একটা আনন্দ
মনে পড়ে সেই দিনগুলি।
সুবহে সাদিকের সময় হতে
ধানের আঁটি পিটানোর শব্দ,
আজ আর সেই শব্দ শোনা যায় না,
আজ শোনা যায় মেশিনের শব্দ,
আজ গরু লাঙ্গল দিয়ে
জমি চাষ দেখা যায় না,
আজ দেখা যায় পাওয়ার টিলার।
এটা নাকি ডিজিটাল যুগ?
কত যুগত চলে গেল,
আরও এক কোটি বছর পরে
কোন যুগ আসবে?
সেই যুগের নাম কী হবে?
মনে পড়ে সেই দিনগুলি।