প্রশ্ন জাগে কেন হলাম?
বিদ্রুপের পাত্র।
বিদ্রুপ করে যত,
ভাই-বোন আর ছাত্র।
কোন পরীক্ষায় পেলাম না,
অন্যদের মতো স্টার,
বিদ্রুপ করে যত,
পিতা-মাতা আর মাস্টার।
নিজের দোষে বিশ্ববিদ্যালয়ে
পেলাম না চান্স,
এরই ফল ঘরে বসে,
কাটায় বারো মাস।
খড়ি না হলে আগুন জ্বলেনা,
কেউ করে না হুশ,
বারবার পড়ি, বারবার ভুলি,
আমার কি কোন দোষ?
কান কে দেবে মোর কথায়,
সবাই তো মশগুল,
বিশ্বে তো এসেইছিল,
রবীন্দ্রনাথ আর নজরুল।
খাই-দাই ফুর্তি করি,
তবুও একটা কষ্ট,
পৃথিবীতে আসাই বুঝি,
সময়টা মোর নষ্ট।