মসজিদ যেন আমার প্রাণের ছোঁয়া,
সারাদিন যেখানেই যাই
শুধু বিশৃঙ্খল আর কোলাহল
মানুষের মধ্যে লেগে আছে।
প্রতারণা, হিংসা আর উপহাস
নেই যেন কোথাও একটুখানি শান্তি,
মসজিদে গেলেই সব
দূর হয় ক্লান্তি।
আল্লাহর কি অপূর্ব নিয়ম!
যতই থাক শত্রুতা,
যতই হোক ধনী কিংবা রাজা
হোক না হয় চাকর,
মসজিদে গেলেই
সবাইকে হতে হয় সোজা।
কেও মারবে না
তবুও যেন কথা বলার সাহস হয় না।
মসজিদে যে গেছে
সে বুঝতে পেরেছে।