আসলে নববর্ষ
করে সবাই রঙ্গ,
ভাবে না কেউ জীবন থেকে
দিনগুলি হয় সাঙ্গ।
নতুন নতুন জামা পড়ে
করে সবাই হই,
আমি তখন ঘরের মধ্যে
একলা বসে রই।
শুয়ে বসে ভাবি আমি
বয়স গেলো কমে,
অনুক্ষণ ভাবতে ভাবতে
সারাদিন যায় রুমে।
কেক কাটা আর গোলাপ নিয়ে
ব্যস্ত যখন সবাই,
চিন্তা তখন হিংস্র হয়ে
গ্রাস করে যায় আমায়।
ভাবি আমি বর্তমানের দিনগুলি
করবে যে অবহেলা,
বিষাক্ত হবে তার
জীবনের শেষবেলা।