মোদের গ্রামে নীতিবান এক লোক ছিল,
           সবার খবর রাখত।
      যে কোন ঘটনা ঘটলে পরে
            ন্যায্য বিচার করত,
          এই কারণে সবাই তাকে
              নেতা বলে মানত।
        এক ডাকেতেই তাঁর কথায়
              উঠত আর বসত।
         আদর্শবান লোকেরা সব
              মরে হলো শেষ,
তাইতো এখন চোর-ডাকাত আর গাঁজাখোরে
              ভরে গেছে দেশ।
        ওরা বোধয় থাকতে আমায়
              দেবেনাকো শান্ত,
       নিপাত আমাকে করতেই হবে
           থাকবো না আর ক্ষান্ত,
          এই সমাজে আছে যত
              ভুল আর ভ্রান্ত,
          যতই ঝরুক বুকের রক্ত
              হোক না হয় মৃত্যু।
          আমাকে তো চিনেনি ওরা
      আমি পাথরের চেয়েও কত শক্ত।
           যেভাবে মানুষের আত্মা
               নিয়ে যায় যম,
     বুঝবি তখন পৃথিবীটা ধ্বংস হবে
      ফাটবে যখন নিউক্লিয়ার বোম।
          আছিস যত তরুণ যুবক
            সবাই এবার জাগত,
         ইতিহাসে থাকবে তোদের
               উজ্জল দৃষ্টান্ত।


রচনাকাল- জুলাই, ১৯৯৮ খ্রিষ্ঠাব্দ