আরে বড়াই তুই করিস কিসের ?
আসিস তো খালি গায়ে,
দু’পা থাকতেও হাটতে পারিস না
সাহায্য যদি না করে তোর মা।
যৌবনে তো ফুর্তি করিস,
বড় বড় বিল্ডিং বানাস,
জামা-কাপড় তৈরি করিস
হাজার রকমের নকশা।
বৃদ্ধ বয়সে দাঁড়াতে পারিসনা
না যদি বানাস তুই
বাঁশের এক পা।
মরবিত না হতেই
ষাট-সত্তর বছর বয়স,
চল্লিশ-পঞ্চাশ পার না হতেই
গায়ে থাকেনা রস।
ঘুমাবি যেদিন চিরোজনমের মত,
জবাব কি দিবি সেদিন?
পালন তো কিছুই করিসনি
আদেশ যা করেছিল
মহান সেই সৃষ্টিকর্তা।
দুনিয়াতে তোর জায়গা নিয়ে মন ভরেনি,
তখন তো আর বলতে পারবি না
থাকবো না আমি এই জায়গায়
মাত্র সাড়ে তিন হাত লম্বা,
নাই কোন বালিশ
নাই কোন বিছানা।