সেই রাতে আকাশেতে ছিল লহ্ম কোটি তারা।
বসেছিলাম আমি যে একা,
সঙ্গী ছিল না যে কেউ একাকিত্ব ছাড়া।।।
চেয়েছিলাম আকাশের কাছে একটি খানি তারা।
ফিরিয়ে দিল সে আমারে, দিলো না যে কোন সাড়া।।।
কষ্ট পেয়ে চাঁদের দিকে চেয়ে থাকলাম আমি।
চাঁদ যেন বুঝলো আমার না বলা বাণী।।
চাঁদ থেকে এক অপরূপ পরি নেমে আসলো তখন।
হাত ধরে সে আমারে করিল আপন।।


চোঁখে ছিল তার অনন্ত মায়া,
ঠোটে ছিল মায়াবী হাসি।
হাত ধরে বলল আমায়,
"বন্ধু হবে কী তুমি?" ।।
সব দুঃখ-কষ্ট পিছে ফেলে,
চলে গেলাম তার সাথে চাঁদের দেশে।।
কত হাসি, কত খেলা,
কত গান গাইলাম আমরা।।


একদিন খেলেছিলাম সেই লুকুচুরির খেলা।
লুকালে তুমি, আর আমার ছিল তোমাকে খুজার পালা।
লুকিয়ে গেলে তুমি যে কোথায়?
ঝাঁপসা চোখে, দিশেহারা হয়ে,
অনেক খুঁজেও পেলাম না যে তোমায়।।


এ অচেনা চাঁদের দেশে বড় অসহায় হয়ে পরলাম,
তোমাকে খুঁজতে গিয়ে সেই একাকিত্বকে খুঁজে পেলাম।
সেই একাকিত্বের হাত ধরে,
নেমে পরলাম পৃথিবীর বুকে,
সব দুঃখ-কষ্ট যেন ফিরে পেলাম মনের মাঝে।।


আজ আবারও বসে আছি একা,
চাঁদের দিকে চেয়ে,
মনে প্রচুর ইচ্চে করছে,
আর একবার তোমার হাত ধরে,
সেই চাঁদের দেশে যেতে।।