অঘ্রাণে এসেছে আজ কিষাণের ঘামের কানন
যে সুর সুদূর মদির হাওয়ায় - তেপান্তরে, শীতের শেফালি।
কোলাহলে তবু সে বৃক্ষ, ঠায় যে ঘ্রাণ
নিস্তরঙ্গ স্থিরতায়। উদাত্ত আহ্বানে তন্ময় হয়ে বাজায় সেতার।
ছায়া ফেলে রোজ যায় ঘাতক পাখি, কভু -
অবোধ্য বিবমিষা গ্রাস করে, তবু - চোখে তার
কী অপরুপ মহিমা শুশ্রূষাময় -
জেগে থাক - জাগতিক
সুঠাম পেশি।
অপার মমতায় জড়িয়ে থাকে, হিমের ভেতর
কুসুম হয়ে-
জন্মের আদিম আর্য যেনো,
জেগে থাকে - অকালবোধে


১৭ নভেম্বর ২০২১