মুহূর্তেই সব স্বপ্নেরা দিকভ্রান্তের মতো এপথ ওপথ ছুটে পালাবার পথ খোঁজে! কতোটুকু কষ্টে হৃদয় ভেঙে যায়? পরক্ষণেই মস্তিষ্কের চোরাগলিতে চিন্তা গুলো বেশ্যা হয়ে যায়। গুঁজামিল কিংবা এর সাথে ওর কিংবা ওর সাথে এর লিঁয়াজো করেও কোনো পথ খুঁজে পায়না; স্বপ্নের স্বপ্নদোষে মাঝরাতে ঘুম ভেঙে যায়; বিছানার পাশে শূন্য গেলাস; আঁধার জুড়ে উপহাসের অট্টহাসি।
রাত তো অনেক হলো! ভোর হবে না? ভোর!


১১ জুলাই, ২০১৭