যদি আসবেই, তবে
কেনো পায়ে পায়ে ঘুপচি মেরে থাকে শীত?
কেনো হাড়ের ভেতর কারবালার আওয়াজ,
মুহূর্মূহু পাতা ভাঙা ঝঙ্কারের ভেতর লোহার গ্লানি-


রুপান্তরের আর্তনাদ দিনকে রাত আর
সন্ধ্যাকে ফুরফুরে হাওয়ার মেজাজ দিয়ে
কেনো মিলিয়ে যাবে কোনো এক বিন্দুর ভেতর?


শামুক হৃদয় মুক্তোর ঋণে
বাসনায় বেধে রাখে বেহাগ-
এই চেনা সিম্ফনি
টিম টিম আলোর দোলনায়


ভাসে শুধু দূরের জাহাজ, দূরবর্তী ঢেউয়ে


যদি আসবেই
কেনো হাওয়ারা দহনের শালবনে
ঝিরিঝিরি আশকারা দেয়
কেনো কোকিলের ডানায় গতজন্মের ওজন?


16/01/2024