একটা কিছু করো - তুমি
একটা কিছু করো
নিঙরে নিয়ে শোকের তিমির,
অঘ্রাণের এই শ্যামল দিনে
শীতের পাহাড় কাটো
একটা কিছু করো -
দুমুর দিনের খোলস ভেঙে উড়ছে হাওয়ায় পাখি
ডানায় তার রঙীন পালক - রাতের আবছায়ে
ফিরছে আজি নীড়ের সুরে, নিরেট আহ্বানে -
নিভৃত তার চরণখানি, ধুলোয় যেনো না মেশে
একটা কিছু করো - তুমি
একটা কিছু করো
বুকের ভেতর নামো তুমি - জাপটে ধরো পরম
পাতার সবুজ গায়ে মাখাও - তরুণ করো আরো
মেঘ ভাঙো - মেঘ, বৃষ্টি নামাও - ফসল ফলুক সোনা
আশার হাতে হাতটি রেখে - উঠুক বেঁচে চাষা
একটা কিছু করো - তুমি
একটা কিছু করো
জাপটে ধরে গহীন তুমি -
আঁধার লহর ভাঙো


২৪ নভেম্বর ২০২১