শুরু করছি তোমার নামে—
হে রাব্বুল আলামীন,


ধ্যান নিমগ্ন মহুয়ার বনে, ঊর্মিমালায়—
অলোক আল্পনায় থরথর কাঁপে অন্তর
প্রেমে— প্রজ্ঞায় অনন্ত বীথি ঝুঁকে আসে
মাটির ঘ্রাণ জলের আশ্লেষে, এমনো দরদে
—জারুলরে দেয় দোল


উতলা হাওয়া শনশন সানাই, ওগো সাঈ—
বাজাও আপন কলায়, দিব্য সে জ্ঞান
এমনও বিদ্যা দাও চিনায়, তারে—
জড়াই আরো আরো কাছে, যেমন বাঁশিতে ফুঁ বাজে


ডুবে যাই, সাঈ— পাঠ করি পরস্পর
খুলে দেখি যুক্তাক্ষরের প্রাণ— কোথায় লুকানো
যে ঘ্রাণ মদির মেশকে আম্বর


আঁধার কাটো, ওগো— কাঁচা রোদ হলুদ মাখা সোনা
এমনো তালে বাজাও গো সাঈ— বর্ণিল সে মূর্ছনা
কাছে পেলে তারে নরোম তুলোর মরুভূমি
হাওয়ায় মিলায় হাওয়ার অভিসারী


উড়াও তারে দিগন্তর, দ্যুলোকভেদি—
জীবন ধারাপাত মুছে দিয়ে যাক বসন্ত বৈরী


ওগো সাঈ, বাজাও সে সানাই
জলেরও ঢঙে— হৃৎকমল রঙের কাণ্ডারী
বুঁদ হয়ে থাকি স্বঘন সর্বস্বে—
প্রাণ ঢেলে দাও সে হৃদের অভ্যন্তরে


৩ রা মার্চ ২০২২