আমার একটা জীবন হউক,
পুব আকাশে সোনালী সূর্য ফুটুক।
নীল একটা আকাশ হউক,
পাখির ডানা সব মুক্ত হউক।
একটা জীবন এমন কাটুক,
কেউ না জানুক, কেউ না শুনুক...
নিজের ভেতর গহীন হই, পরাণের ভেতর পরাণ ছুঁই।
আমার একটা জীবন হউক।


কতো আর মুখের ভেতর ঢাকবো মুখোশ?
কতো আর কান্না লুকাবো? বলবো চোখে ছাই!
নিজেরে আর কতো লুকাবো? কতোবার বলবো, ভালোবাসা নাই।
আমিও ভালো বাসতে জানি, বিশ্বাস করো! শুধু বলতে গেলেই...
ক্যামন যেনো কাঁপে গলা, দুরুদুরু হয় বুকের ভেতর!
এখন কেবল জল গড়ায়, ভিজিয়ে যায় মধ্য দুপুর,
আমার ভেতর এক মৃত্যু আছে, প্রেম ছাড়া যারে যায় না ছোঁয়া...


লীন হয়ে সব গোপন আঘাত,
আমার একটা জীবন হউক...
একটা জীবন সবুজ হউক, অরণ্যের ভেতর কুসুম ফুটুক।
ফুলের মধু ভ্রমরই খা'ক, হাতের উপর হাত থাক।
প্রতীক্ষার রাতের আঁধার সব আলোয় ভাসুক,
কার্ণিশে মেঘের কোলে মগ্ন ভীষণ তুই থাক।
তোর সাথে আমার একটা জীবন হউক...
আমার একটা জীবন হউক...


২৬শে নভেম্বর ২০১৯