আমি লিখে দিতে চাই ভালোবাসার সকল স্তবক -
এই কবিতায়
দিয়ে যেতে চাই নবজাতকেরে আমার চোখ
যে চোখ তোমারে কেবল আদর করে, স্নেহময় বৃক্ষছায়ায়
রেখে যেতে চাই গোধুলির রোদ
অন্ধ গানের কলি নয়, নয় ঝরে যাওয়া বিকেলের ঘ্রাণ
তোমারে দিতে চাই সুরের লহর, শুভ্র ভোরের স্নান
ফুলের নরোমে ভোরে - জড়াবে তোমারে
জ্যোৎস্না মাখা রাত্রি নাদান


গেয়ে যেতে চাই যতো সুর সন্তাপে -
ফুরিয়ে আসুক যামিনী কালো - যতো বিরহ যাপনে
রেখে যাবো হিয়া - খুলে চৌরাস্তায় বিলবোর্ডে
নজড় কাড়ুক শতাব্দীর সেরা বিজ্ঞাপনে


আমার আমি পূর্ণ হবো শূন্য হবো যতো
নিছক নই - বকুল মালায় সাজানো ঊর্মিল মূর্ছনা
মুছে দিয়ে লুকোনো ক্ষত, নাও তুলে বিজন অমৃত
বর্ণিল উত্তরীয় জড়াবে তোমায়; নিখিল গাইবে সুরে -
"বধূ মিছে রাগ কোরো না"


প্রস্তর আঘাত ভেঙে ভেঙে যায় প্রভাত শরদ
রক্তিম আভায়; শিলা ভেঙে কারিগর -
হাওয়ায় হাওয়ায় - যে করে গেছে শ্বাশত বিরোধ
জীবন সান্নিধ্যে - রঙের ক্যানভাসে
তোমাকে দিতে চাই স্বপ্ন আমার


জান কোরবান কোরআন আমার, তুমি সুমধুর মোহন
পথ চেয়ে আছে পথের পানে, আকুল হিয়ার ব্যাকুল নয়ন
তুলে নাও চিত্তে নীড়ে, ডাকো তারে অমিয় বাহুডোরে
রাহু ভাঙো সূত্র গোপন - ধ্বংসরে তুমি ডাকো কল্যাণে


দিয়ে যেতে চাই, স্বঘন সমুদ্দুর সুনীল আকাশ 'পরে
তোমার জান নরোম তুলোয় - আঙুল আমার থাকুক বিভ্রমে


৯ই জানুয়ারি ২০২২