পথ আছে—
হেঁটে যাবার জীবন অবধি
যে নদী নিরন্তর বয়— তারে
ছুঁয়ে দিগন্ত আছে, ওপারে
পাখির কোলাহলে বিলীন হয়ে, আছে—
এক উজাড় আহ্বান
নীল বোতাম নিপুণ গাঁথা
সুতোয় সুতোয় আলপথে আঁকা


আছে ডাক— ডাকহরকরা
নিত্যদিন পৌঁছে যাওয়া
—বকুলের ঘ্রাণ, শহর জুড়ে আতরের দোকান
ডাকে মধু-সানাই, মোহে ফাল্গুনে—
পেতেছে লাল শিমুলের শামিয়ানা


আছে নদী— নিরবধি
অতলে মাছ তৈয়ার করে জীবনের রেসিপি
ডুবে ডুবে গায়, তোমারই গান অম্লান—
তারে দাও রোগহীন চরণ নিরব
স্নান সেরে ফুটুক চোখে পদ্ম ধ্রুপদ


আছে রঙ— রঙধনু— বহুমাত্রিক
নীলের ভেতর ঘুমিয়ে পড়ে হলুদ— অতর্কিতে
অগ্ন্যুৎপাত, সবুজ আভা—
ভিন্নতর তার উজ্জ্বলতা,
ঘুমিয়ে পড়া ঢেউ, তার থাক বন্যার নাব্যতা


৯ই ফেব্রুয়ারী ২০২২