কোটি বছর পেরিয়ে দেখেছি
প্রতীক্ষার বুক খুলে বেতফল-
ডাহুকী বর্ষায়- কচুরিপানা ফুলে
মরণোত্তর প্রেমের নীল আলো ফুটে থাকে প্রাতকালে।
বিভ্রমের বিষাক্ত কবরে নিভৃত শয়নে -
পাখি মৃদু গান গায়, জল বয়ে যায়
উত্তরীয় বেয়ে জেগে উঠে প্রস্তর শীত।
কেবল, কুহুরব প্রার্থনায় বুদ্ধের ধ্যান ডেকে আনে -
ফের যদি বৃষ্টির ছাট - জানলায় লেগে থাকে!


২৪ অক্টোবর ২০২১