তুমি ঢেউ ছাড়া এক নদী
স্থিরতার বুননে বুকের ভেতর বয়ে চলো নিস্তরঙ্গ।
তুমি নিস্তব্ধতার প্রতিরুপ হয়ে আসো সম্মুখে,
তুমি সেই নির্জনতা যা পুষে রাখে গভীর অরণ্য।
তুমি এক আশ্চর্য সুখ,
কিছু কান্না পুষে রাখা কোলাহলের আড়ালে
হাহাকার মুড়িয়ে রাখা নিস্তব্ধতার উত্তরীয়।
তুমি কুহকের নিবিড় আলিঙ্গন,  
নির্ঘুম রাতে স্মৃতির কাফেলায় হয়ে উঠো এক বুনো সমুদ্র।


২২ই জুলাই ২০২০