চোখ থেমে নেই পলক ফেলাতে-
কাব্যের মাঝে খুঁজছি যাকে,
ফিরে আসে বিস্ময়কর পদধ্বনিতে!
শব্দ সব স্তব্ধতায় হারাতে থাকে!
মায়া নেই আর মায়ার টানে
রিক্তবক্ষ ভার বইছে নিরন্তর!
অতিরিক্ত দিবা-রাত্রি খেয়ালে-
প্রেমবাজারের হাটে সুন্দরের কদর!
কলমের অভিযোগে,
নিয়ে থাকা বুকের বামে-
নিঃসঙ্গতায় নিবিরে চলে নিঃশ্বাস!
নিখোঁজ হওয়ার মনযোগে-
আবদ্ধ যত মন বিয়োগে!
দহনে দহে নির্বাক শহরের বিশ্বাস!
প্রশ্ন যা ছিল, ছিন্নভিন্ন যত মিথ্যা-প্রবঞ্চনায়!
বাধ্যবাধকতায় চাঁদ ঢাকে- অন্তহীন কালো মেঘের যন্ত্রণায়!
শূন্য আমি,দাঁড়িয়ে আছি নিলামে তোলা ক্ষুব্ধ হৃদয় নিয়ে-
ছয় ঋতুতেই আষাঢ়ের ঢল-দু ফোটা বৃষ্টি ঝড়ে যায় চোখ শুকিয়ে!