দেখেছি তোর লোলুপ দৃষ্টি
দেখেছি ধূর্ত চাহনি
ধকধক করে  জ্বলন্ত চোখ জোড়া
সরস কাব্য হারায় নিবেদন
   তোর সম্মুখে
মিষ্টি ব্যবহার যেন হাস্যকর লাগে
    তোর উপস্তিতিতে
মায়াবী চাহনি শুধু ছলনা
  তোর কাছে
দুনিয়ার রাজা তুই
  কে না ছুটে তোর পিছে
তুই তো ইতিহাসের পাতা
হয়তো লিখা হয়নি কালিতে
তুই তো আদি হতে অন্ত
সব জীবনে ছিলি প্রাণবন্তে
তোর আবেদন পেরেছে কি কেউ ছাড়িতে?
       তেমন ও আমি
তব কেন আজ,
এত অযত্ন, অবহেলা মোর ললাটে?
তোর জন্যে দিক বিদিক ঘুরিনি কি
    এ বেলা ও বেলা?
কত গালি,  অশ্রাব্য ভাষা
উড়িয়ে দিয়েছি নিরস কাব্য বলে
কত অবহেলা,ঘাড় ধাক্কা,
মেনে নিয়েছি বাস্তবতা বলে
কত আকুলে হাত পেতেছি
  ধরা দিবি বলে
তবু কেন তুই চুম্বন দিয়েছিস
লাট সাহেবের ছোট বাবুর কপালে,
  কেন ধরা দিলি না?
আমি এতিম, অসহায় বলে!