ভোরের হাওয়া আজ দিশেহারা তোমারি
  দেখা পেয়ে,
মেঘাচ্ছন্ন  আকাশে সোনালি আভা তোমারি
  ছোয়া পেয়ে,
গোধূলি লগ্নে রঙিন ছায়া তোমারি রূপের মোহে,
তোমারি বিস্তৃত ললাটে কালো টিপ
তোমারি নীল চোখ
তোমারি ব্যাকুল হাসি
নাস্তানাবুদ তোমাকে দেখে কবি
তবে তুমি কি লক্ষ্য করিলে কবিকে?
ঊষার শুভ্রতা তার হাসিতে ফুটে
ঈষাণ কোণে  ঝলমলে তারা তার কথা শুনে হাসে
তৃষ্ণাতপ্ত দুপুরের তার পঙক্তিতে  তৃষ্ণা  মিটে
ধানের মঞ্জুরি মাথা দোলায় তার হাসির রেখাতে
হয়তো খেয়াল করো নি,
যদি করতে তবে
নাজেহাল হতে তার কথা ভাবি
এভাবে কবি চ্যালেঞ্জ জানিয়ে আসছে রমণীদের
তবু কবি সিঙ্গেল আজো
পাত্তা দিলো না কি তবে কেউ!