আলাল ও দীনের প্রলাপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১০-২০২৩ ইং


শোন তোরা দীন ভাই! দূরে থাক তাই
আমাদের সাথে ওরে দিনে কিবা রাতে
হবে না হবে না মিল কভু কোনো প্রাতে
না আছে দেহের ছাল কাদাভরা গায়।


ওহে ও আলাল আর ওহে ও দুলাল!
তোমাদের ন্যায় আর নাহি হয় ব্যয়
আমাদের এ সংসারে খুব কম আয়!
সময় তো নাই কোনো করার প্যাঁচাল।


আমাদের খেয়ে পরে বাঁচিস যে তোরা
গলাবাজি কেন বল, কেন উঁচু গলা?
চপেটাঘাতের ঘাত দেবো কানমলা
বাঁচিবার যদি চাস এখনই দৌড়া।


খাবারটা তোর নাকো তুই না মালিক
সাগরের নিচে ওই পাথরের তলে
যে পোকাটা বাস করে সে গভীর জলে
আহারটা দেন যিনি তিনি তো খালিক।


ছোট মুখে বড় কথা সাহস না কম
ডাক দেখি তোর খোদা বাস করে কই?
সবারই শীর্ষে মোরা অপারগ নই
প্রাণ কেড়ে নিতে পারি হয়ে তোর যম।


আলালের ঘরে তোরা আদুরে দুলাল
ধন আছে মন নাই, নাহি মানবতা
দাপটে ভাবিস নিজে নিজেকে দেবতা
হালাল রুজি তো নাই সব বেহালাল!


চুপ শালা চুপচাপ একদম চুপ!
মার দেবো এখানেই শ্মশানের লাশ,
ভিটা বাড়ি ছাড়া তুই হয়ে যাবি নাশ!
ঝলসে যাবে যে তোর বদনের রূপ।


আজ আছি কাল নাই ভয় কি দেখাস?
ক্ষমতার ওই বল হবে ছারখার
মালিক মহান প্রভু নীতি সুবিচার
বাঁচা মরা তাঁর হাতে তাঁর নামে শ্বাস।