বিশ্ববিখ্যাত সাকিব আল হাসান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৯-২০২৩ ইং


বাংলাদেশের এক ক্রিকেটার
নাম সাকিব আল হাসান,
বিশ্বজুড়ে সিলেব্রেটি
অন্যায়ে দেশ শাসান।


যশ-খ্যাতি তার ছড়িয়ে পড়ে
সবার মাথার মুকুট,
টাইগার নামে অভিহিত
হয় নাকো টুট অটুট।


ভালোবাসার ফুলদানিতে
রাখতো সাজায় তাকে,
লক্ষ কোটি আমজনতার
থাকতো হৃদয় বাঁকে।


দুই হাজার এই তেইশ সালে
কী হলো ফের আবার ?
অন্তরে ধিক পদাঘাত ঠিক
হিংস্র বাঘের থাবার।


একটা কারণ এই তো বারণ
লোলুপ অহং পোষা,
স্বার্থ নিজের সিদ্ধির তরে
উপর মহল তোষা।


এখান থেকেও শিক্ষা নেওয়ার
আছে রে ভাই কিছু,
অহংকারী লোভাতুরের
থাকে না কেউ পিছু।


আল্লাহ পাকের কোরআন খানি
বর্ণনাতে বলে,
যশ-খ্যাতি ধন মহান রবের
তাঁর ইশারায় চলে।


ইচ্ছাতে তাঁর সম্মানি হয়
নিবোধেরা জানো,
অহংকারী বেইজ্জতি  
কোরআন হাদিস মানো।