আল্লামা শফী  
ইব্রাহিম হোসেন


বিজ্ঞ জ্ঞানী আলেম ছিলেন
আল্লামা'ই শাফি,
পরোপারে বিদায় নিলেন
আল্লাহ করো মাফি।


কাঁদে আকাশ কাঁদে বাতাস
কাঁদে জনগণে,
স্বজন কাঁদে ভক্ত কাঁদে
শিষ্য কাঁদে সনে।  


দ্বীনের পথে অটল ছিলেন  
সদাই তিনি ভবে,
তাঁর বিদায়ে আঁখি ঝরে
কান্না কলরবে।


কতো শিষ্য বানায় গেলেন
আলেম নিজের হাতে,
আল্লাহ যেনো স্বর্গবাসী
করে থাকেন তাঁকে।


সবাই মিলে তাঁরই তরে
তুলি দুটি হাত,
কবুল করো মাওলা তুমি
মোদের মুনা'জাত।