আলতো ভালোবাসা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-১১-২০২৩ ইং


প্রিয়া আমায় প্রশ্ন করে
একলা কিবা করছো,
চক্ষু বুজে নদীর তীরে
কিবা পুঁথি পড়ছো?


উত্তরে কই একলা বসে
তোমার কথাই ভাবছি,
তটিনীর ওই শান্ত জলের
কাছে প্রশ্ন রাখছি।


আসবে কখন? প্রিয়া আমার
মন ইশারায় ডাকছি,
মনের ঘরের ফুলদানিতে
রংতুলিতে আঁকছি।


আমার প্রশ্নের জবাব দিতে
জোরসে বাতাসে হাঁকছে,
নদীরই জল নদীর বুকে
ঢেউয়ের তালে নাচছে।


বলছে আমায় ওহে নাগর!
ওই দিকে চাও আসছে,
লাল দোপাট্টা উড়ছে বায়ে
মিষ্টি করে হাসছে।


পিছন পানে চেয়ে দেখি
সত্যি তুমি আসছো,
আমার গলা জড়িয়ে ধরে
আলতো ভালো বাসছো।