আমাদের কবি
ইব্রাহিম হোসেন
আমাদের প্রিয় কবি কাজী নজরুল,
সততার বাণী তাঁর মুখে ফোঁটা ফুল।
জীবনের ষোলো আনা বারো আনা দুখ,
মিছামিছি উঁকি দিয়ে চলে যায় সুখ।
কাজী ফকির আহমেদ জন্মদাতা পিতা,
সমবয়সির তিনি প্রাণ প্রিয় মিতা।
জাহেদা খাতুন মাতা, মা গর্ভধারিণী
প্রমীলা দেবী যে ছিলো তাঁর'ই ঘরণী
জন্ম তাঁর চুরুলিয়া ভারতের ভূমে,
ভক্তগোষ্ঠী শ্রদ্ধা ভরে যায় তাঁরে চুমে।
গরিবী জীবন ভবে কেটে গেলো তাঁর,
মানুষের তরে ছিলো ভালোবাসা যাঁর।
সাম্যবাদে গান গেয়ে একতার সুরে,
হিংসার’ই বেড়াজাল ছুঁড়ে দেন দূরে।
দ্রোহের'ই চেতনায় বিদ্রোহ করেন,
সত্যটাকে শক্ত করে আঁকড়ে ধরেন।
জাতীয় উপাধি পেয়ে বাংলাদেশে কবি,
রেখে যান জীবনের স্মৃতিময় ছবি।
মৃত্যু পরে সমাধিস্থ কবি মন আশে,
ঢাবি জামে মসজিদ অঙগান পাশে।
===================
অভিমানী প্রিয়তমা
ইব্রাহিম হোসেন
প্রাণ সজনী কাছে আসো
একটু আমায় ভালোবাসো
দেবো সোনার চুড়ি,
বধূ বেশে একটু হাসো
প্রেম যমুনার নায়ে ভাসো
উড়াই প্রেমের ঘুড়ি।
ওগো আমার চন্দ্রমুখী
থাকলে পাশে আমি সুখী
সুখ সাগরে ভাসি।
পেলে তোমার প্রেমের ছোঁয়া
যাবে আমার দুঃখ খোয়া
তাই তো ছুটে আসি।
মান অভিমান আর করো না
দাও বুকে ঠাঁই প্রিয়তমা
রাখবো চিরো সুখে,
তোমার মুখের ওই হাসিতে
বাজে প্রেমের সুর বাঁশিতে
ফুটাও হাসি মুখে।
এই জীবনে তোমাকে চাই
কিছু আমি পাই বা না পাই
রাখো মনের ঘরে,
দুঃখ জ্বালা কষ্ট সয়ে
রবো মোরা আপন হয়ে
এই পৃথিবীর পরে।
===========