আমাদের মেয়র  
মোঃ ইব্রাহিম হোসেন

আমাদের এ মেয়র আমাদের গর্ব,
উন্নয়ন রাজশাহী এ নতুন পর্ব।
নর্দমা আবর্জনায় ছিলো এ শহর,
পথচারী পথে চলে ভাবিতো জহর।

রাস্তাঘাট ভাঙ্গাচুরা চলিতে হোঁচট,
হোঁচটে মাজাভাঙ্গে আওয়াজে বিকট।
শহর তো ছিলো নাকো ছিলো ধুলি তট,
গ্রাম ও গঞ্জের মত কাদামাটি বট।

বাস-ট্রাক চলিতো তা যেনো গরু-গাড়ি,
অকথায় গালাগালি কত পথচারী।
সে শহর এখন যে বাগে ভরা ফুল,
দেখিলে জুড়ায় মন করে লোকে ভুল।

সব কিছু দূরীভূতে সিটি ফুল বাগ,
শহর শোভায় মনে জাগে অনুরাগ।
ঝকঝকে চকচকে আজ রাজশাহী,
মুগ্ধ হয়ে জনতায় চলে গান গাহি।

সিটি মেয়রের এই সব অবদান,
শহরের সেরা ভাই খায়রুজ্জামান।
ভালো কাজ করে গেলে পাওয়া যায় মান,
কোটি লাখে একটা-ই হয় না সমান।

আরো কত কীর্তি আছে নাই যে উপমা,
আমাদের মেয়রের হয় না তুলনা।
দোয়া করে জনতায় এ মেয়র চায়,
রাজশাহীবাসী তাঁকে সুখে দুখে পায়।

( বিশেষ দ্রষ্টব্যঃ আমাদের রাজশাহীর মেয়র,
জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন স্যার'কে উৎসর্গকৃত কবিতা।)