আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীন এর জন্য।


আমার রাজ্যে আমিই রাজা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ০৫-০২-২০২৩ ইং


আমি মানি না মাত্রা, মানি না ছন্দ
করি না বিবাদ কারো সাথে দ্বন্দ্ব।
আপন মনের মাধুরি মিশ্রিত
বাক্যালাপেই কাব্য গচ্ছিত।


আমি মানি না হার মর্ত্যলোকে
কারো গঞ্জনায় থাকি না শোকে,
আপন ভোলার নৃত্য রঙে
সাজাই জীবন আমার এ বঙ্গে।


আমি শোষিত, করেছে শাসন
অকথ্য, অশালীন বাক্যের ভাষণ,
সইবো না আর নিপীড়নের জ্বালা
ওদের মুখে মারবো ছুঁড়ে তালা।


আমার রাজ্যে আমিই তো রাজা
সেখানে আছে হাজারও প্রজা,
তাদের সেবায় নিয়োজিত থাকি
হাসি দিয়ে দুঃখ কান্নাকে ঢাকি।


কারো ঘরে থাকে যদি স্বর্ণ খনি
দেবে না কিছুই হোক সে যতই ধনী,
আমার যা আছে আমি তাতেই তৃপ্তি
আলোকিত ভুবন আঁধারের দীপ্তি।


আমার এ রাজ্যে আমিই প্রধান
ন্যায় ও অন্যায়ের করি ব্যবধান,
বিবেকের চাবিকাঠি ধরি মুষ্টি
সবাকার বিভেদের এক কষ্টি।