আমার স্বপ্ন আমার আশা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০১-২০২৩, শনিবার


আমার স্বপ্ন আমার আশা
"ইতি কথা" ভালোবাসা,
পূরণ করলেন মহান প্রভু
এত খুশির নাই যে ভাষা!


লাখো কোটি শুকরিয়া রব
আলহামদুতে যাই গাহিয়া,
তোমার দয়া আর করুণা
দু'হাত পেতে রই চাহিয়া।


রাত্রি জেগে কাব্য লিখি
একা থেকেও নই যে একা,
মনের মাঝের দুঃখ ভুলি
হয় যখনই কাব্যের দেখা।


এইভাবে মোর দিন চলে যায়
কাব্য প্রেমের জগৎ মাঝে,
চিত্ত কায়ার ফুলদানিতে
পুষ্প ফোটে প্রভাত সাঁঝে।


কাব্য দিয়ে গড়বো বাড়ি
আমার শুয়ার ফুল বিছানা,
বাড়িই হবে লাইব্রেরি মোর
গান কবিতার সেই ঠিকানা।


আসবে ছুটে দলে দলে
লোকজনে সব দেখতে তাহা,
যখন আমি থাকবো না আর
করবে দোয়া বলবে আহা!


ভাবতে পারো তুমিও মনে
হয়তো তোমার জন্য কবি,
আর পাবে না ঝরবে আঁখি
আঁকবে মনে আমার ছবি।