আমি যদি তুমি হতাম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০১-২০২৩, বৃহস্পতিবার।


আমি যদি কলম খাতা হতাম,
শিক্ষিত জনতার হাতে শোভা পেতাম।


আমি যদি কাব্য পুস্তক হতাম,
সকল লেখকের অন্তরে থাকতাম।


আমি যদি শব্দকলি হতাম,
সকল কবি আমাকে তন্নতন্ন করে খুঁজতো।


আমি যদি ফুল হতাম,
সকল ভ্রমর আমার কাছে গুনগুন করে ছুটে আসতো।


আমি যদি চাঁদ হতাম,
প্রণয় প্রণয়ীগণ আমার আলোয় উদ্ভাসিত হত।


আমি যদি হিমালয় পর্বত হতাম,
দুঃসাহসী জন কঠোর পরিশ্রমে আমার সর্বচূড়ায় পৌঁছনোর প্রচেষ্টায় থাকতো।


আমি যদি সাগর হতাম,
গায়ক কণ্ঠ শিল্পীর সুমধুর সুরে ভাসতাম।


আমি যদি ঝর্ণা হতাম,
প্রেমিকের কণ্ঠে প্রেমিকার ছন্দের গীতে হাসতাম।


আর এই আমিই যদি তুমি হতাম,
তবেই তোমাকে আপন করে পেতাম।