আমি অপরাধী
ইব্রাহিম হোসেন
তারিখ : - ২৫-১২-২০২০ ইং


আজ আমি অপরাধী তোমার কাছে, কেন জানো?
আমি তোমাকে হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবেসেছি তাই।


আজ আমি অপরাধী, কেন জানো?
মানি ব্যাগে রাখি তোমার ছবি। নিরিবিলি একাকী বনে-জঙ্গলে কিংবা ঘরের কোণে দেখি সবার চোখের আড়ালে চুরি করে তোমার হাসি মাখা মুখ।


আজ আমি অপরাধী, কেন জানো?
পাহাড়ের চূড়ায় সাগর নীলিমায় এই অনুভবে মত্ত থাকি তোমার ধ্যানে।


আজ আমি অপরাধী, কেন জানো?
তোমাকে একটু দেখার তরে তোমার বাড়ির আনাচে-কানাচে ঝোঁপ-ঝাড়ের আড়াল থেকে সবার চোখে ফাঁকি দিয়ে তোমাকে একটি নজর  দেখার জন্য।


আজ আমি অপরাধী, কেন জানো?
তোমার অগোচরে, আমার সামনে কেউ যখন তোমাকে খারাপ কথা বলে, তোমার বিরুদ্ধে অশ্লীল কথা বলে, তখন আমি তার দাঁত ভেঙে দেই।


আজ আমি অপরাধী, কেন জানো?
তোমার কোমল কন্ঠে, তোমার শ্রুতিমধুর বাণী দুটি কান পেতে শোনার জন্য, যখন  চোরের মত কান লাগিয়ে থাকি তোমার ঘরের জানালার পাশে।


আজ আমি অপরাধী, কেন জানো?
যখন গির্জা, মন্দির কিংবা মসজিদে প্রার্থনারত অবস্থায় দুটি হাত তুলে অশ্রুসিক্ত আখি জলে তোমার জন্য কাঁদি এই বলে:-


হে আল্লাহ!  তুমি আমার প্রিয়তমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো, বালা মুসিবত থেকে রক্ষা করো, তুমি তাকে হেফাজতে রাখো, তুমি তার হেফাজতকারী হয়ে যাও, হে মাওলা!


হাহাহাহাহাহাহাহা
এই জন্য, শুধু এই জন্য আজ আমি তোমার কাছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী ব্যক্তি।


দুঃখ নেই, দুঃখ নেই মনে আমার,তুমি সুখে থেকো চিরদিন তবেই আমি হবো সুখী।
জীবনের শেষ কথা বলে এখানেই আজ টানিলাম ইতি। চিরদিন থাকুক তোমার চিত্ত মন প্রীতি।