আমিও চলে যাবো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২১-০১-২০২৪ ইং


কেউ রবে না চিরদিনই এ ভুবনের মাঝে,
এখন তখন আজ কিবা কাল যাইবে সকাল সাঁঝে।
দাদা গেছেন দাদি গেছেন নাইকো বেঁচে বাবা,
শূন্য ভুবন নিলামে ধন ভাবনা বিভোর হাবা!


মায়ের মতো আমিও যাবো ওপার দেশে চলে,
পোকামাকড় খাইবে কুরে পচবে তনু গলে।
স্বজন যারা কাঁদবে তারা কিছু দিনের পরে,
এই যে আমায় ভুলবে সবাই রাখবে স্মৃতি ধরে।


আমার মতোই মাকে যেমন পড়ছে ভীষণ মনে,
তেমনি করেই কাঁদবে তারাও ভাসবো চোখের কণে।
আসা যাওয়ার মধ্যখানে স্বজন হারার ব্যথা,
নিয়ম বিধির বিদ্যানিধির মূল্যবান এ কথা।


ভাল্লাগে না মন বসে না আমার কর্ম কাজে,
নিত্যদিনই ভাবনা মায়ের কষ্টেরই বীণ বাজে।
মন মানে না কী বেদনা ফাটছে বুকের ছাতি!
মা যে আমার আঁধার ঘরে একলা কবর সাথী।


হায় জানি না ক্যান দিলো মা এমনি করে ফাঁকি, 
যায় না ভোলা জীবন ঘোলা দুঃখ কোথায় রাখি ? 
মনে পড়ে মায়ের স্মৃতি চোখের তারায় কবর,
আঁখির জলে বন্যা বহে ক্যামনে ধরি সবর ?