আমরা দু'জন
মো: ইব্রাহিম হোসেন
রচনা: ০৪-১১-২০২৩ ইং


এক আর একে দুই
মনের মধ্যে থুই,
ইব্রাহিমের নূর
নূরমহলের সুর।


দুই তনু এক মন
আমরা তো দুই জন,
মহান রবের দান
দুই দুইয়েরি প্রাণ।


ছিলাম একাই একা
একটা দিনের দেখা,
মুক্তা ঝরানো হাসি
পরালো প্রেমের ফাঁসি।


নয়ন তারাতে ভাসে
স্বপ্নতে এসে হাসে,
হাত বাড়ালে তো নাই
কেমনে তাহাকে পাই?


এ মনের অঙ্গনে
মসজিদ প্রাঙ্গণে,
কেঁদে কেঁদে একা তায়
কতদিন সাধানায়!


মনে প্রাণে চেয়েছি যে
প্রিয় বধূ তুমি যে সে,
বন্ধনে হয় মিল
উল্লাসে রয় দিল।


সেই থেকে এ অবধি
দিবা-যামী নিরবধি,
ছুটে ছুটে কাছে আসি
এখনো তো ভালোবাসি!


দুুই যুগের'ও বেশি
বৌ স্বামীর এ খেশি,
সুখ মোহনার কূল
ফুটুক প্রেমের ফুল।


প্রার্থনা নিরালায়
মগ্নতে দু'জনায়,
মিনতি এ তব দ্বার
হে মালিক পরোয়ার!


জান্নাতে দিও ঠাঁই
দু'জন দু'জনে চাই,
নাই আর কিছু চাওয়া
এই হোক শেষ পাওয়া।