আমরা দু'ভাই বোন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-১২-২০২৩ ইং


তুই আর আমি আমরা দু'জন
মা ও বাবার শ্রেষ্ঠ ধন,
চল না রে ভাই বই খাতা নিই
তুষ্ট যাতে মিষ্ট মন।


পড়তে হবে লিখতে হবে
বাবা মায়ের আদেশ তাই,
শিরের উপর ধার্য ধারণ
ঊর্ধ্ব গগন গমন চাই।


সফল হতে শিক্ষা থেকে
জ্ঞানেরই বীজ কর বপন,
সুখের ধরা আসবো ত্বরা
পূর্ণ হবে তোর স্বপন।


যাচ্ছে বেলা আর না হেলা
শিক্ষা গুরুর চরণ ধর,
রাত প্রভাতে বইয়ের পাতে
মন নিবেশে কিরণ ঘর।


আয় ডাকি আয় পড়ার বেলায়
দে মনোযোগ এই কথা শোন,
তুই প্রিয় মোর প্রাণ সহোদর
আমি যে তোর এক বড় বোন।