আঁচলের গিঁট
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-০১-২০২৩, শনিবার।


আকাশের চাঁদ বলে আলো রূপ পায়,
তোমার কারণে সে যে শরমে লুকায়।
আমার স্বপন তুমি আমার সাধন,
বিধাতায় বেঁধেছেন দু’য়ের বাঁধন।


দেবো না হারিয়ে যেতে কখনো তোমায়,
রাখিবো যতন করে চোখের কোণায়।
মহান প্রভুর দান তুমি মোর জন্য,
তোমার লাগিয়া এই আমি আজ ধন্য।


তুমি আশা প্রেমপ্রীতি ভালোবাসা আর,
এ জীবনে নাই কিছু নাই চাহিবার।
কতই সাধনা করা এই আমানত,
দিয়েছি উজাড় করে প্রেম জামানত।


চাঁদ হয়ে আলো দাও মনের আকাশে,
অবয়ব তুমি বিনা ক্ষয় ফ্যাকাশে।
অচল দেহের বল জীর্ণশীর্ণ হয়,
আঁধারে ভুবন ঢাকা লাগে বিষময়।


কী করে আমাকে বলো যাবে একা করে?
পাথরের ও চোখেও বারিধারা ঝরে।
যেখানেই যেতে চাও আঁচলের গিঁট,
দিয়ে বেঁধে রেখো প্রিয়া হৃদয়ের ভিট।