"" আর কেঁদনা মা....""
( ইব্রাহিম হোসেন )
============

আর কেঁদনা মাগো তুমি
আর ফেলো না জল,
দুঃখ ভুলে যাও না আমি
তোমার বাহুবল ।

তোমার চোখে কান্না আমি
সইতে পারি না,
কান্না মুছে মাগো তুমি
একটু হাসো না ।

আমি যখন বড়ো হবো
হবো প্রতিষ্ঠিত,
দুঃখ দূরে যাবে মাগো
না হবে শির নত ।

মাগো তুমি আর ভেবনা
আমি তোমার সম্বল,
বড়ো হলে আর না রবে
ছিড়া কাঁথা কম্বল ।