আর কেঁদো না মা
মোঃ ইব্রাহিম হোসেন

আর কেঁদো না মাগো তুমি
মুছো চোখের পানি,
যুদ্ধ করে বিজয় পেলাম
দূর হলো সব গ্লানি।

রক্ত ক্ষয়ী আন্দোলনে
বিজয় এলো শেষে,
দুঃখ ভুলে হাসবো আজি 
রাজা রানীর বেশে।

লাখো প্রাণের বিসর্জনে
রক্তে মাখা মাটি,
সকল দেশের সেরা এ দেশ
সোনার চেয়েও খাঁটি।

আজকে খুশির দিনে মাগো 
ফুল ফোটে ফুল বাগে,
খাল ও বিলে পুকুর জলে
শাপলা শালুক জাগে।

লাল সবুজের ওই পতাকা
নীল আকাশে উড়ে,
বিজয় পেয়ে আমজনতা
মন আনন্দে ঘুরে।