আর কত সইবো!
ইব্রাহিম হোসেন


আজব পৃথিবীর আজব মানুষ
কেউ তো কারো হয়না কভু,
অর্থকড়ি যদি না থাকে কাছে
জীবনটা হয় যে বৃথা শুধু ।


অত্যাচারী ক্ষমতাশালী এ ভবে যারা
গরিব চুষে বড় হয় যে তারা,
অন্যায় অবিচার সহ্য করে
গরীব ঝরায় তাদের অশ্রুধারা ।


দুনিয়ার যদি হয় এই নিয়ম
কেন তুমি সৃষ্টি করলা প্রভু ?
মানুষকে কষ্ট দিয়ে তুমি
সুখ কি পাও কখনো কভু ?


তুমি তো মহান পৃথিবীর শাসক
কেন পাবে মানুষ কষ্ট জ্বালা ?
রহমান রহিম হয়েও তুমি
লিখ কেন মানুষের কষ্ট লীলা ?


ক্ষমা করো মাবুদ তুমি মোদের
অসহায় নিপিড়ণ আছি যারা ,
শান্তি দাও, দাও পথের দিশা  
আর কত সইবো কষ্ট মোরা !