আশীর্বাদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২০-০৩-২০২৪ ইং


সুখে থেকো ভালো থেকো ওগো বাছা ধন!
চাই নাকো ধন-রত্ন চাই শুধু মন।
জীবনের চাওয়া পাওয়া নাই কিছু আর,
সারাটাজীবন সুখে হও একাকার।


মনে রেখো বাঁচে নাকো কেউ চিরদিন,
বাঁচে ভালো আচরণ রয় অমলিন।
দোয়া করি বড় হও, হও আগুয়ান,
নবযুগে তোমরা তো উদ্দীপ্ত জোয়ান।


দু'জনার দু'টি হাত শক্ত করে রেখো,
হাদিস কোরান পড়ে ভালো কিছু শেখো।
গুরুজন আছে যারা দোয়াটুকু নিও,
সসম্মানে শির 'পরে শ্রদ্ধাটাও দিও।


মিলেমিশে থাকো সবে প্রভু হবে খোশ,
মনের ভেতর কভু পুষিও'না রোষ।
সুখে দুখে চিরদিন রবে এক সাথ,
করিবে প্রভুর কাছে রোজ মোনাজাত।


না কিছু বলার আছে এটুকুই বলি,
প্রার্থনাতে রব দ্বারে দু'টি হাত তুলি।
জনম জনম থাক হাসিমাখা মুখ,
তোমাদের সুখেই তো আমাদের সুখ।