আত্মত্যাগের দান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৬-২০২৩, বুধবার


কোরবানি দাও মনের পশু
আত্মা শুদ্ধ করে,
গোস্ত খাওয়ার জন্য নহে
প্রভুর খুশির তরে।


অনেক টাকার মালিক তুমি
লাখ লাখ টাকা দিয়ে,
কিনছো গরু বাজার সেরা
পুলকিত হিয়ে।


ভাবছো খাবে বছর ধরে
ফ্রিজে ভরে তাহা ?
হায় হায় হায় নিয়ত গুণে
বিলীনে সব আহা!


তোমার বাড়ির চালের নিচে
দুখীর বসত-বাড়ি,
গোঁফ পাকিয়ে খাচ্ছো মাংস
দিচ্ছো তাদের আড়ি।


তাদেরও তো সাধ জাগে ভাই
নাইকো টাকার শক্তি,
দুঃখ শোকের লোনাজলে
সমাধি হয় রক্তি।


তাদের তরে গোস্তো বিলাও
নাও যদি পাও তুমি,
আত্মত্যাগে যাও না সবে
ভালোবাসায় চুমি।


ফুটবে তবে ওদের মুখে
একটু মধুর হাসি,
আল্লাহ নামের সুর ধ্বনিতে
বাজবে সুখের বাঁশি।