আগস্টের দহন
মোঃ ইব্রাহিম হোসেন


আগস্ট মাসে দু'নয়ন ভাসে
শোকের বার্তা আনে,
নাই মুজিবুর এই কী খবর
সয় না যে আর প্রাণে!


আঁধারে ঢাকিলো মৃত্যু হাঁকিলো
স্বৈরাচারীর ত্রাস,
বুলেটের ঘাতে করুণ আঘাতে
মুজিবের প্রাণ নাশ!


রক্ততে লাল হয় বেসামাল
বাংলাদেশের হাল,
মাঝ দরিয়ায় ছিঁড়িলো ত্বরায়
নৌকা মাঝির পাল।


কান্নার রোল হায় হায় বোল
চোখে শ্রাবণের জল,
আমজনতার শোকে হাহাকার
ভাঙ্গে বুকের বল।


এইভাবে হয় মুজিবের ক্ষয়
বঙ্গ জাতির পিতা,
দাউ দাউ করে জ্বলে অন্তরে
অনন্তকাল চিতা।