বাবুই পাখির সুখ
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ (৫+৫+৫+২)

দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে
একটি তাল গাছ,
সেই গাছেতে বাবুই পাখি
করছে কত নাচ!

কিচিরমিচি ডাকছে পাখি
বুনছে গাছে বাসা,
তাদের কাছে সেই বাসাটা
সবার থেকে খাসা।

দালান থেকে চড়ুই পাখি
টিটকারিতে বলে,
কষ্টে থাকো বাবুই তুমি
রোদ বৃষ্টি জলে।

সুখের সাথে বসত করি
অট্টালিকা পরে,
শীত বরষা তোমার গায়ে
ভাঙ্গে বাসা ঝড়ে।

মুচকি হেসে জবাব দিলো
সুখী বাবুই পাখি,
পরের বাসা মারবে লাথি
ঝরবে দু'টি আঁখি।