বাল্য প্রেমের স্মৃতি
ইব্রাহিম হোসেন
===========


মনে কি পড়ে  না? ও যুবতী !!
তোমার আমার সেই বাল্য স্মৃতি।।
কত খেলেছি,! ছি, কিত, কিত, ছি,,
মা'য়ে ডেকেছে আয় না খুকি।


তুমি আর আমি, দু'জনে মিলি,
খেয়েছি মায়ের কত না গালি !
তবু লুকোচুরি নাহি কভু ছাড়ি,
ডিঙ্গি নৌকায় পদ্মায় পাড়ি ।


কিভাবে কখন? পড়েছি তখন,
প্রেমে যে তোমার বুঝেনি এ মন ।
মনে পড়ে যায়, বার বার তায়,
স্মৃতি অম্লান,কভু না হারায় ।


আজ তুমি কই ? খুঁজি আমি ওই ,
মিষ্টি প্রেমের টক, ঝাল, দই।
মনে পড়ে না ? কভু ভাবো না ?
তুমি জানো না ? আমি সঙ্গী'হীনা!


একা নিরালা,কত যে জ্বালা !
যায় না বলা, করে সব হেলা ।
কি করিবো তাই ? কেঁদে দিন যায়,
কোথা খুঁজে পাই ? হায়! হায়! হায় !