বন্ধু জেনে রেখো
মোঃ ইব্রাহিম হোসেন


হায়'রে আমার এমন কপাল নাই তো প্রিয় জন,
আপন ভাবি তোমায় আমি তবু পোড়াও মন।
বন্ধু ভেবে ভালোবেসে দিলাম তোমায়  ঠাঁই,
তার প্রতিদান খুব যতনে মারলে বুকে ঘাই।


কিবা দোষে শত্রু সেজে করলে এমন তাই,  
চিন্তা করে দেখি আমি দোষ তো আমার নাই।
অন্তর দিয়ে বাসলে ভালো এই ফলাফল হয়,
যে বুঝে না বন্ধুর ব্যথা বন্ধু সে তো নয়।


ভেবেছিলাম আমার পাশে থাকবে ছায়া হয়ে,
এখন মারো বিষেরই বান যাই তবু যে সয়ে।
বন্ধু নাকি থাকলে কাছে শক্তি বাড়ে মনে,
বিপরীতে ঝগড়া করো প্রতি ক্ষণে ক্ষণে।


কি বলিবো নাই যে কোনো বলার ভাষা মুখে,
ভাবনা জাগে আমার মনে কাটাই প্রহর দুখে।
বুক ফাটে তো মুখ ফুটেনা দেহ পুড়ে কালা,
বন্ধু ছাড়া ভালোই ছিলাম বাড়লো মনে জ্বালা।


আমায় তুমি ভুল বুঝেছো বন্ধু জেনে রেখো,
আমার মত বন্ধু তুমি আর পাবে না দেখো।
যে দিন তুমি ভুল বুঝিবে পড়বে আমায় মনে,
নিজের প্রতি নিজ'কে তুমি দেখবে ঘৃণার সনে।