বাংলাভাষা
ইব্রাহিম হোসেন
ফরাসী সনেট (৮+৬)

বাংলাভাষা মাতৃভাষা ভালোবাসি তাই
এই ভাষা খুব প্রিয় আমাদের কাছে
মন খুলে কথা বলে প্রাণ যেন বাঁচে,
মায়ের ভাষায় মোরা শান্তি মনে পাই।
বাহান্নতে রক্ত ক্ষয়ে মাতৃভাষা জয়,
হাজার জীবন গেলো  এ ভাষার জন্য
আজ ভাষা পেয়ে হয়েছি যে ধন্য,
বাহান্নতে করে দেশে শত্রু কত লয়।

আকাশ বাতাস নদী ঝর্ণা বয়ে যায়,
বাংলার নীল আকাশে পাখি গান গায়।
স্বাধীনভাবে আমরা বাংলা গান গাই
মন হরষে বাঙ্গালী  ফুর্তি কত করে,
মোদের ভাষা বাংলাটা বিশ্বে পেলো ঠাঁই
বাংলাদেশে বাঙ্গালীরা থাকে নাকো ডরে।